• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সাকোই গ্রাম বাসীর ভরসা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২৩

সাইফুল ইসলাম, সিংগাইর মানিকগঞ্জ, প্রতিনিধি:

স্বাধীনতার ৫২ বছরেও  ধলেশ্বরী নদীর  কাচাই মোল্লার ঘাটে  পাকা  সেতু না হওয়ায়  চরম ভোগান্তিতে পড়েছেন   মানিকগঞ্জ সদর উপজেলার সীমান্ত বর্তী চর কৃষপরের ও সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের  চরজামালপুর গ্রামের  লোকজনরা।

সরেজমিনে  গিয়ে দেখা যায়,  মানিকগঞ্জের সিংগাইরের বায়রা ও সদর উপজেলার কৃষ্ণপুরের কাচাই মোল্লার ঘাটে  একটি সেতুর অভাবে  ঝুঁকি পূর্ণ  বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে  দু ই উপজেলার অর্ধলক্ষাধিক   লোক জন।  বর্ষা মৌসুমে  নৌকা  আর শুকনো মৌসুমে  বাঁশের সেতুই  নদী  পারা পারের  এক মাত্র মাধ্যম। শুকনো  মৌসুমে  কোন রকম  বাঁশের সেতু  দিয়ে ঝুঁকি নিয়ে  পারাপার হলেও  বর্ষা মৌসুমে নদীর স্রোত  তীব্র  হওয়ায়  নদী পারাপারে জীবনের ঝুঁকি  আরও দিগুণ বেড়ে যায় ।

 

 সদর উপজেলার  সীমান্ত বর্তী চর কৃষ্ণ,  বাহিরচর  বারাইচর ট্যাটামারা, চরনয়াবাড়ি চর গুজরির এলাকায় স্বাস্থ্য সেবা, শিক্ষা  রাস্তা ঘাট অন্নত এবং  জেলা সদর থেকে দুরবতী হওয়ায় ঐএলাকার  লোকজন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারপারাপার হয়ে নিত্যপ্রয়োজনে পার্শবর্তী সিংগাইর  উপজেলাতে   যাতায়াত করতে হয়।    আবার বায়রা ইউনিয়নসহ  পার্শবর্তী লোকজন কে  তিন হতে চার কিলোমিটার  পর্যন্ত ঘুরে   জেলা সদরে আসা যাওয়া করতে হচ্ছে। । 

নদীর পূর্ব  পাশে  ঐতিহ্যবাহী  বায়রা হাট বাজার, চরজামালপুর মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাসপাতাল,ক্লিনিক , ব্যাংক, সেখানে প্রতিদিন  হাজার হাজার  মানুষ, হাট বাজার, হাসপাতালেসহ বিভিন্ন  গুরুত্বপূর্ণ কাজে  জীবনের ঝুঁকি নিয়ে  নদী পারাপার হচ্ছে । বিশষ করে চরম দূর্ভো্গের শিকার হচ্ছ স্কুল কলেজ পড়ুয়া  ছাত্র ছাত্রী গর্ভবর্তী মা  শিশুসহ বয়োবৃদ্ধদের, ।

চরকৃষ্ণপুর গ্রামের  আলী হোসেন বলেন,  আমরা দই উপজোর সীমান্তবর্তী   বর্তী হওয়ায় আমরা চরকৃষবাসী  বেকায়দাই আছি। ব্রিজ টি অতিব গুরুত্বপূর্ন । 

স্থানীয়  কৃষক  আবুল হোসেন  বলেন, জমির ফসল নিয়ে নদী পারাপার  হওয়া খুবই কষ্ট। সময় মত  হাটবাজারে  যাইতে না পেরে ন্যায্যা মূল্য থেকে বঞ্চিত  হচ্ছি।

বায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  দেওয়ান জিন্নাহ লাঠু বলেন,  কাচাই মোল্লার ঘাটে যাতে ব্রিজ  তাড়া তাড়ি হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে জানানো হয়েছে । 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads